মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

‘বর্তমান সরকারের নেতারা অহর্নিশ কথা বলে যাচ্ছে। কারণ, প্রায় সকল সংবাদমাধ্যম তাদের নিয়ন্ত্রণে। তারাই নাশকতা ঘটিয়ে, গণবিরোধী কর্মকা- করে বিএনপি ও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে একচেটিয়া প্রচারণা চালাচ্ছে। অনেক গণমাধ্যমকে জোর করে হুমকি দিয়ে সরকারের কথা প্রচারের নির্দেশ দিচ্ছে। এখন তারা সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। কাউকে না পেলে পরিবারের সদস্যদেরকে ভয় দেখানো হচ্ছে। যাদেরকে ধরা হচ্ছে, তাদের ওপর অমানবিক নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে।’ গত মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৪ ঘণ্টায় বিএনপির ৫১৫ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ: গত ২৪ ঘণ্টায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ৫১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, এ সময়ে ১৮ মামলায় এক হাজার ৯১২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মারা গেছেন একজন ও ৬৫ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তৃতীয় দফা অবরোধের প্রথম দিন দেশের অবরোধের চিত্র তুলে ধরে তিনি এসব কথা জানান।
রিজভী বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ১৮৬ মামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৪৬৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে তিন হাজার ৮৩১ জন আহত ও এক সাংবাদিকসহ ১২ জন নিহত হয়েছেন।

তিনি জানান, গত ২৮ ও ২৯ জুলাই থেকে বিএনপি ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ৫৭৯ মামলায় সারাদেশে ৪৪ হাজার ৪৫৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন ১২ হাজার ৪৪৬ জন। আহত হয়েছেন পাঁচ হাজার ৯২২ জন।
এই সময়ে ১৭ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ ও ১১১ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com