মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা

শাহজাহান সাজু:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

চতুর্থ দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ আগামী রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গণতন্ত্র ও শ্রমিকের মজুরি আদায়ের আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার দেশব্যাপী মসজিদে মসজিদের দোয়া অনুষ্ঠিত হবে। তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ আজ শুক্রবার ভোরে শেষ হবে।
গণতন্ত্র ম : আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিসহ অন্যান্য দাবি আদায়ে বিএনপি ও যুগপতে থাকা দলগুলোর আন্দোলনে কোনও পরিবর্তন আসছে না। চতুর্থ বারের মতো আবারও আগামী ১২ ও ১৪ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করছে সরকার পতনের আন্দোলনে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলো। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি সঙ্গে যুগপত আন্দোলনে থাকা জোট গণতন্ত্র ম তাদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সংবাদ সম্মেলনে বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। সেভাবেই এগোচ্ছে। জনগণের চাওয়াকে মূল্যায়ন না করে এখন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা চাই দেশের মানুষ যেন তাদের ভোটের অধিকার ফিরে পায়। সেই অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করে আসছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৪ নভেম্বর সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতন্ত্র মে র শরিক দলের নেতারা। এদিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও তাদের যুগপত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। এর আগে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো। পরে দ্বিতীয় দফায় অবরোধ দেওয়া হয় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত। এরপর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয় ৮ ও ৯ নভেম্বর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com