ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানির স্থলে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো: মোজাম্মেল হক চৌধুরী। তিনি ৩৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডার। ১৯৮৮ সালে বাগেরহাট জেলার মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে মো: মোজাম্মেল হক চৌধুরী জন্মগ্রহণ করেন। স্থানীয় সেন্ট পলস উচ্চ বিদ্যালয় এ এসএসসি এবং মোংলা কলেজ এ এইচএসসি পাস করার পরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক চৌধুরী আমৃত্যু মোংলা পৌর কমান্ডের কমান্ডার ছিলেন। বর্তমান পদে যোগদানের আগে তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে কর্মরত ছিলেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা এবং আগ্রাবাদ রাজস্ব সার্কেল এ কর্মরত ছিলেন। তিনি দেশে সাভারে বিপিএটিসিতে বুনিয়াদি প্রশিক্ষণ, বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্স করেছেন। দেশের বাইরে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী একাডেমিতে গুড গভর্নেন্স এর বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।