সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত প ম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে গতকাল বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ,কেন্দ্রীয় নেত্রী এডভোকেট রুনা,পিয়ারা মোস্তফা,পান্না ইয়াসমিন, জাকিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।