শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানকে সামনে রেখে, পানিহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থী রোধে ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্লাসে নিয়মিত উপস্থিত রাখার জন্য এবং শিক্ষার মান ধরে রাখতে, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পানিহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে (২০নভেম্বর) সোমবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি মো.মিজানুর রহমান খান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হানিফ রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জিবন আরা বেগম,তারাকান্দা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল কবির,সাংগঠনিক সম্পাদক মোখছেদুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ইউপি সদস্য, এসএমসি কমিটির সদস্যগণ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবক বৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, করোনা কালীন সময়ের পর বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতি বাড়ানোর জন্য মা দের ভূমিকা অপরিহার্য। তিনি আরো বলেন- ছাত্র ছাত্রীদের সরকার কতৃক যে উপবৃত্তি দেওয়া হয় তা যেনো সঠিক কাজে তথা ছাত্র ছাত্রীদের লেখা পড়ার কাজেই ব্যয় করা হয় সে ব্যাপারে সকলে সচেতন থাকতে হবে।ছাত্র ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকের সাথে যাতে সব সময় যোগাযোগ থাকে এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এর আগে তিনি পানিহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যকম, সবুজ পাঠশালা কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা জাগ্রতকরণে জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের উদ্ভাবনী উদ্যোগ“বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি” বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও মিজাবে রহমত। এর আগে অতিথিদের কে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।