সোনাগাজী উপজেলা এলজিইডির আয়োজনে ফেনী এলজিইডি সার্বিক ব্যবস্থাপনায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুঃস্থ নারী কর্মীদের বাস্তবমুখী আয়বর্ধকমূলক ৩টি ইউনিয়নের ৩০ জনকে এক দিনের প্রশিক্ষণ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর মঙ্গলবার সকালে সোনাগাজী উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ফেনী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক। প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, মৎস্য কর্মকর্তা তুর্য চন্দ্র সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নেবু লাল দত্ত। এসময় প্রশিক্ষণ অফিসার তামিম উদ্দারেমী, সহকারি প্রশিক্ষণ অফিসার দেলোয়ার হোসেন, কমিউনিটি অর্গানাইজার আতাউর রহমান, এলজিইডি আরইআরএমপি-৩ হিসাব সহকারি নুরুল আফছার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।