আগাম টমেটো চাষ করে প্রকাশ মজুদার দম্পত্তির ভাগ্য বদলের স্বপ্ন দেখা দিয়েছে। দেশের দক্ষিণাঞ্চল বাগেরহাটের চিতলমারী উপজেলার মানুষের কাছে আগাম টমেটো চাষ যেন এখন ভাগ্য বদলের স্বপ্ন। শীতের আগমনী বার্তার সাথে সাথে অতিরিক্ত দাম পাওয়ার আশায় বাজারে আগাম টমেটো আনার চেষ্টা করছেন শ্যামপাড়া গ্রামের কৃষক প্রকাশ চন্দ্র মজুদার। প্রকাশ চন্দ্র শ্যামপাড়া গ্রামের প্রেম চন্দ্র মজুমদারের ছেলে। সরে জমিনে কৃষক প্রকাশ মজুমদার জানান, চলতি শীত মৌসুমে তিনি দেড় বিঘা জমিতে বিউটি টু, বিউটি প্লাস ও বিপুল প্লাস জাতের আগাম টমেটোর চাষ করেছেন। এতে তার ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়েছে। জানা গেছে, প্রতিটি গাছে থোঁকায় থোঁকায় ঝুলছে টমেটো। পরাগায়ন ফুলের হলুদ পাপড়ী আর সবুজ পাতার হাত ছানি। শ্যামপাড়ার এই কৃষি মাঠের প্রাকৃতিক সৌন্দয্য সকলকে মুগ্ধ করবে। কৃষক প্রকাশ চন্দ্র মজুদারের স্ত্রী হাসি মজুমদার জানান, আর কয়েক দিনের মধ্যে তারা আগাম টমেটো বাজারে তুলতে পারবেন। গাছ ও ফলন টিকে থাকলে খরচ বাদে তারা দেড় থেকে দুইলক্ষ টাকা লাভবান হবেন। একই সাথে তারা সরেজমিনে দেখ ভালের জন্য উপজেলা কৃষি অফিসের সর্বাত্মক সহ-যোগীতা কামনা করেছেন। উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ জানান, চিতলমারীতে টমেটোর বাম্পার ফলন হয়েছে। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে, চাষীদের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে।