সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কলমাকান্দা-বরুয়াকোনার সড়কে খানাখন্দ, জনদুর্ভোগ চরমে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুগোৎসব পালন হয়েছে-ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম সোসাল মিডিয়ায় ইসলাম নিয়ে কটুক্তির জেরে নাজিরপুরের ০২ ছাত্রলীগ নেতা গ্রেফতার গলাচিপা উপজেলা প্রশাসনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে রেলি আলোচনা সভা সংষ্কার করতে এসেছি বেশিদিন ক্ষমতায় থাকতে নয়-দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম কমলগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার জহরত আদিব চৌধুরী সীমান্তের কাঁটা তারের বেড়ায় দুই বাংলার মিলন মেলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিজয়নগরে মহিলা আওয়ামী লীগ সেক্রেটারি ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নড়াইলে বিশ্ব এন্টিবায়েটিক সচেতনতা সপ্তাহ পালিত

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

এন্টিবায়েটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব এন্টিবায়েটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলিন। আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: শুভাশিষ বিশ্বাস, ডা: আসিফুর রহমান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ রোকনুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্লা ফোরকান আলী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ নার্স, গ্রাম ডাক্তার ও ফার্মেসী মালিকরা উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দর পৃথিবী গড়তে এবং আগামী প্রজন্মের সুস্বাস্থ্য বজায় রাখতে এন্টিবায়েটিকের পার্শ্বপ্রতিক্রিয়া ও ব্যবহার বিধি মেনে চলার পরামর্শ দেন। কোন রোগে রেজিষ্ট্রার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া কোন প্রকার এন্টিবায়েটিক গ্রহণ না করার এবং রেজিষ্ট্রার্ড ডাক্তারের দেয়া এন্টিবায়েটিক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত গ্রহণ করার পরামর্শ দেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com