সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনা কুপিয়ে জখম: বিচারের দাবিতে মানববন্ধন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কামারিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে কুপিয়ে জখম বিচারে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলার মুজাহারদী গ্রামের আব্দুস সালাম গত ২৩/১১/২০২৩ তারিখে নিজ ফিশারী থেকে পানি নিষ্কাশন করছিলেন, এতে সরকারি রাস্তায় ক্ষতি হচ্ছিল এবং যাতায়াতে সাধারণ মানুষদের ভোগান্তি হচ্ছিল বিষয়টি নিয়ে মোঃ আব্দুল হামিদ(৫৫) পানি নিষ্কাশনে আপত্তি জানালে, ওই মুহূর্তে আব্দুস সালাম(৫৫) ও তার ছেলে মোঃ উদয়(২২) দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে গুরুতর জখম করে এবং আব্দুল হামিদকে স্থানীয় লোকজন আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উনার শারীরিক অবস্থা আশঙ্কা জনক বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ বিষয়ে গত ২৩/১১/২০২৩ তারিখে তারাকান্দা থানায় আব্দুল হামিদের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এজাহারে সূত্রে জানা যায়, বিবাদীদের সহিত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ ঘটনা শিকার হয়েছেন আব্দুল হামিদ। উক্ত ঘটনা কে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়ক গাছতলা বাজারে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে সমাবেশ করে। এই সময় বক্তারা বলেন, আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচার না করলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে, এখন পর্যন্ত তারাকান্দা থানা পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে তারকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আসামিদের ধরার জন্য পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com