চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে হিন্দু সম্প্রদায়ের নেতা বাবু নির্মল কান্তি দেবের উপর স্হানীয় জগন্নাথ মন্দিরের কর্তৃত্ব নিয়ে বিরোধের জেরে হামলার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা করেছে স্থানীয় সনাতন সমাজ। ২৪ নভেম্বর শুক্রবার সকালে শ্রী শ্রী কাঞ্চন নাথ শিব মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত প্রতিবাদ সভায় কাঞ্চননাথ শিব মন্দীর পরিচালনা পরিষদ ও জগন্নাথ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি এবং স্হানীয় নব জাগরণ সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক বাবু নির্মল কান্তি দেব এর উপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানান তারা। মাষ্টার ধনরঞ্জন দাশের সভাপতিত্বে ও প্রকৌশলী নিতাই পদ চৌধুরীর সঞ্চালনায় কাঞ্চননগর-বেড়াজালি সনাতনি সমাজের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা: হরিরঞ্জন বনিক, জগদীশ মহাজন, হারাধন দাশ, দীলিপ দে, কর্ণরায় ত্রিপুরা, মৃদুল মহাজন, মিলন দে, আশীষ দাশ, রিপন শীল, সন্তোষ দাশ, অশোক কুমার দে, বিকাশ কান্তি দে, বিপ্লব সিকদার, রাজীর নাথ, বিকাশ কান্তি নাথ, বাসব দেব, প্রদীপ বনিক ও ডাঃ প্রকাশ দাশ। এ সময় বক্তারা গত ১৩ অক্টোবর শুক্রবার জগন্নাথ মন্দিরে দানবীর ও ধর্মপ্রান ব্যক্তিত্ত্ব নির্মল কান্তি দেব, রাজিব সিকদার, রাশেল সিকদার, বাবু দে, বিপ্লব সিকদার, মিলন কান্তি দেব ও বাবলু দেব এর উপর ভ্রাম্মন চন্দন চক্রবর্তী ও বিধান ভট্টাচার্য গং সহ দাশ পাড়ার উশৃঙ্খল ব্যক্তি কর্তৃক পরিকল্পিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। অন্যতায় সনাতনী সম্প্রদায়কে সাথে নিয়ে দুষ্কৃতকারী ভ্রাম্মনদের বিরুদ্ধে সোচ্ছার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। প্রতিবাদ সভায় সনাতনী সম্প্রদায়ের ১৬টি সংগঠনের শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করেন।