ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন ফুলপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শরীফ আহমেদ। একুশে পদকপ্রাপ্ত (মরনোত্তর) ভাষা সৈনিক এম শামছুল হকের সুযোগ্য সন্তান শরীফ আহমেদ এ আসনে টানা ৩য় বার নৌকার মনোনয়ন পেলেন। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন শরীফ আহমেদ। এদিকে, শরীফ আহমেদকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন দেওয়ায় তারাকান্দায় উপজেলা আ’লীগ সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকারের নেতৃত্বে আনন্দ উল্লাস, মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গত ১১টি সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ৮বার, বিএনপির প্রার্থী ২বার, জাতীয় পার্টির প্রার্থী একবার ও মুসলিমলীগের প্রার্থী একবার বিজয়ী হয়েছে। এরমধ্যে বিগত ১৯৭০, ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল শরীফ আহমেদের পিতা একুশে পদকপ্রাপ্ত (মরনোত্তর) ভাষা সৈনিক এম শামছুল হক ও ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে আওয়ামীলীগ থেকে শরীফ আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সনের নির্বাচনের পর সরকার শরীফ আহমেদকে প্রথমে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নিযুক্ত করেন। বর্তমানে তিনি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।