রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান সাভারে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সহযোগিতা চাই -জয়নাল আবেদীন আন্দোলনে আহত আলাউদ্দিন পাননি কোনো সহযোগিতা, মাথায় বয়ে বেড়াচ্ছেন গুলি ৩৮ প্রজাতির ৭ হাজার ৮৭০টি পাখির দেখা মিলেছে জামালপুরের মাদারগঞ্জে গ্যাসকূপ খনন কাজ উদ্বোধন দুপচাঁচিয়া শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ শাহীন স্কুল বগুড়া শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

ঈশ্বরগঞ্জে পঞ্চম বারের মতো নৌকা পেলেন আব্দুছ ছাত্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে পাঁচ বারের মতো নৌকা পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুই বারের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার। রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকায় ঈশ্বরগঞ্জ আসনে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। জানা যায়, ১৯৯৬ সালে নৌকা পেয়ে জাতীয় পার্টির বেগম রওশন এরশাদকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুছ ছাত্তার। তারপর ২০০১ সালে নৌকা পেয়ে ধানের শীষ প্রতীক শাহ নুরুল কবির শাহীন এর কাছে পরাজিত হয়। তবে ওই পরাজয়ের জন্য কারন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকা। পরে ২০০৮ সালে নৌকা প্রতীক নিয়ে পুনরায় বিজয়ী হন তিনি। ২০১৪ সালে নৌকা প্রতীক পেয়ে ও ২০১৮ সালে জোটের স্বার্থে জাতীয় পার্টির জন্য ছেড়ে দিতে হয় আসনটি। এদিকে দীর্ঘদিন পর আবারও আব্দুছ ছাত্তারকে নৌকার মনোনয়ন দেওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠেন নেতাকর্মীরা। সেই আনন্দে রোববার বিকেলে উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও আতশবাজি করে নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন এলাকায় করেন মিষ্টি বিতরণ। ময়মনসিংহ জেলা যুব লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জানান, জোটগত কারণে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ঈশ্বরগঞ্জ আসনে জাতীয় পার্টির বহিরাগত সংসদ সদস্য ফখরুল ইমাম উপজেলাকে ১০ বছর পিছনে ফেলে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা হাত ধরে যেখানে সারা দেশ উন্নয়নের মহাসড়কে উন্নীত হয়েছে এবং বিশ্বমানচিত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। সেখানে মুদ্রার বিপরীত দিকে অবস্থান করছে ঈশ্বরগঞ্জ উপজেলা। তবে এখন আর পিছিয়ে থাকবে না ঈশ্বরগঞ্জ। ছাত্তার ভাইয়ের হাত ধরে স্মার্ট ঈশ্বরগঞ্জ দেখবে উপজেলাবাসী। ঈশ্বরগঞ্জের মাটি ও মানুষের নেতা ছাত্তার ভাইকে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দেওয়ায় অশেষ ধন্যবাদ ও চিরকৃতজ্ঞ গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি। বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার বলেন, কোন বিভেদ নয়, জননেত্রীর দেওয়া উপহার নৌকা প্রতীককে বিজয়ী করতে সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের এক সাথে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ (৮) ঈশ্বরগঞ্জ আসনটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার দেশের প্রত্যেকটি দপ্তরে ব্যাপক উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ঈশ্বরগঞ্জকে ‘স্মার্ট ঈশ্বরগঞ্জ’ হিসেবে গড়ে তোলার মাধ্যমে আমরা “স্মার্ট বাংলাদেশ গড়বো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com