শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

জামালপুরে বেগম রোকেয়া দিবস পালিত

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

‘নারীর জন্য বিনয়োগ, সহিংসতা প্রতিরোধ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে সকাল ১০টায় শহরের বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা জয়িতাদের সম্মাননা প্রদান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত দিবস পালনে সহায়তা করে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ ও ইউএনএফপিএ। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জাতীয় মহিলা সংস্থার প্রকল্প কর্মকর্তা আসলাম উদ্দিন, জয়িতা আকলিমা, খোদেজা, স্বপ্না আক্তার, জামালপুর পৌরসভার কাউন্সিলর সাইদা আক্তার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার। সভা শেষে জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সম্মাননা দেয়া হয়। এ বছর জয়িতা নির্বাচিত হন সফল জননী, খোদেজা বেগম, ইসলামপুর। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, প্রণালী ম্রং,বকশিগঞ্জ। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী-মাছুমা আক্তার, সদর, জামালপুর। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী-আকলিমা আক্তার, সদর, জামালপুর। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন নারী, স্বর্নালীখাতুন, সরিষাবাড়ী, জামালপুর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com