গলাচিপা উপজেলা পর্যায়ে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক কর্মসূচীর আলোকে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ এন.জি.ও প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিত করণ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। অবহিত করণ সভায় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, ডাঃ তুষার আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন সানু ঢালী। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ফিল্ড প্রধান বাংলাদেশ প্রতিনিধি জনাব মো. মাহফুজ আলম, প্রজেক্টরের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সার্বিক দায়িত্ব ও কর্তব্য বিষয় সহ বিবিধ বিষয় আলোচনা ও পরিবেশন করা হয়। সংস্থার দুর্যোগ বিষয়ে নানাবিধ সহায়তা প্রদান করে আসছে। উল্লেখ্য পটুয়াখালী জেলার গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার দুর্যোগ কবলিত ৬টি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করবে বলে জানা যায়। এই কার্যক্রম বাস্তবায়নে এনজিও সংস্থা সুশীলন অত্র এলাকায় কাজ করবে বলে জানানো হয় এবং অনুষ্ঠানে বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেয়।