সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালী আঁশ উপজেলা পরিষদ নির্বাচনে হাজী দিদার পাশার পক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণের বদলীর দাবীতে মানববন্ধন নগরকান্দায় ভূত আতংকে অসুস্থ হয়েছে শিক্ষার্থীরা ডিমলায় ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ভয় পাবার কোন কারণ নাই, আমাদের একজন শেখ হাসিনা আছেন টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে যুব লীগের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন টিয়া পাখির মতো আপনাদের কাছে প্রিয় হয়ে থাকতে চাই-সাংবাদিক বাবু পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন কুয়াকাটায় মধ্যরাত থেকে শুরু মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

বানভাসিদের অর্থ ও ঘর নির্মাণ করে প্রশংসনীয় হয়েছে ব্র্যাক

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

সাতকানিয়ায় ব্র্যাকের কর্মশালায় ইউএনও মিল্টন বিশ্বাস

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, ব্র্যাক সাতকানিয়ার বানভাসিদের নগদ অর্থ ও ঘর নির্মাণ করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। ব্র্যাকের মতো যদি অন্যান্য এনজিও সংস্থা ও সমাজ হিতৈষী ব্যক্তিরা অসহায়ের মাঝে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়ায় তাহলে সাতকানিয়ার কোন গরীব-দুঃখী মানুষ কষ্টে থাকবে না। ফলে অসহায়রা স্বাবলম্বী হয়ে সমাজ সুন্দরের পাশাপাশি তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে দেশের সেবায় নিয়োজিত করতে পারবেন। তিনি গতকাল ১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ঘটিকায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এনজিও সংস্থা ব্র্যাক এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতাধীন চট্টগ্রাম ফ্লাশ ফ্লাডস  ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট এর প্রকল্প সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা’র সভাপতিত্বে ও  ব্র্যাক বান্দরবান জেলার সমন্বয়ক মো. আরিফের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন হাসান চৌধুরী, ব্র্যাক এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফরহাদ হোসেন ও চট্টগ্রাম ফ্লাশ ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট এর প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুব উল আলম। এ সময় বিভিন্ন  সরকারি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী,  প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো.ফরহাদ হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ততার তুলনায় আমাদের এরকম কার্যক্রমের সহায়তা আরো বাড়ানোর জন্য সরকারি- বেসরকারি সংস্থার পাশাপাশি ব্র্যাক উদ্যোগ নিবে। সঠিক সমন্বয় ও ডুপ্লিকেশন এড়ানোর জন্য উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে ব্র্যাক। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত  সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৪০০টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে নগদ সাড়ে ৫ হাজার টাকা ও ৫০ পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন ব্র্যাক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com