মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

শীতের পিঠা বিক্রি করে স্বচ্ছল জাজিরার আবুল হোসেন

সাগর মিয়া জাজিরা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

সব সময় থাকে লাইন। শীতের পিঠা পাওয়ার জন্য থাকতে হয় অপেক্ষায়। বিশেষ করে চালের গুঁড়া, গুড় আর নারকেল দিয়ে বানানো ভাপা পিঠার স্বাদ নিতে দূরদূরান্ত থেকে প্রতিদিন নানা বয়সী মানুষ ভিড় জমায় শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাসস্টানে আবুল হোসেনের দোকানে। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলে পিঠা বিক্রি। সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাজিরহাট বাসস্টানের সড়কের পাশে আবুল হোসেনের শীতের পিঠার দোকান। প্রায় ১৫ (পনেরো) বছর ধরে এখানে শীতের মৌসুমে ভাপা পিঠা বিক্রি করেন তিনি। পিঠা তৈরির জন্য চন্দ্রাকারে দুইটি চুলায় পাতিল বসানো। চুলাগুলোতে আগুন জ্বলছে আর পানি ভর্তি পাতিলের মুখে বসানো মাটির সাজের ফুটো দিয়ে বাষ্পের তাপে ভাপা পিঠা তৈরি হচ্ছে। পিঠা খাওয়ার জন্য আসা মোঃ দেলোয়ার শেখ বলেন, সন্ধ্যার পর পিঠা পেতে অনেক সময় দাঁড়িয়ে থাকতে থাকতে হয়। দূর-দুরন্ত থেকে মানুষ এখানে ভাপা পিঠা খেতে আসে। পিঠা খেতে আসা আকবর আলী খান বলেন, আবুল হোসেনের দোকানে আমি প্রতিদিন পিঠা খাই। অনক স্বাদের পিঠা। খেতে আমার কাছে ভালোই লাগে। স্থানীয় মোহাম্মদ আলী ও শাহালোম জানান, আবুল হোসেনের দোকানে পিঠা খাওয়ার জন্য অনেক ভীড় থাকে। তবুও আমরা অপেক্ষা করে ভাপা পিঠা খাই। এ এক অন্যরকম আনন্দ। আবুল হোসেন বলেন, প্রায় ১৫ (পনেরো) বছর আগে শীতের পিঠা বিক্রি শুরু করেন। আস্তে আস্তে তিনি সফলতার মুখ দেখেন। একটি নর্মাল পিঠা ১০ টাকা ও স্পেশাল পিঠা ২০ টাকা করে বিক্রি করেন। প্রতিদিন তাঁর ৫ থেকে ৬ হাজার টাকার পিঠা বিক্রি হয়। গড়ে প্রতিদিন দুই হাজার টাকার মতো তাঁর লাভ থাকে। এ টাকা দিয়ে সংসার চালিয়ে ছেলে–মেয়েদের পড়ালেখা শেখাচ্ছেন। তিনি এখন পরিবার নিয়ে ভালো আছেন। পরিবারে সচ্ছলতা ফিরেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com