আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন অসহযোগ আন্দোলনের পক্ষে দেশব্যাপী সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি সহ সমমনা দল ও জোটগুলো।