চট্টগ্রামের সাতকানিয়ায় দুই ইটভাটায় বন বিভাগের অভিযানে প্রায় ১২শ ঘনফুট অবৈধ জ্বালানী কাঠ উদ্ধার করা হয়েছে। সূত্র মতে, ২৬ ডিসেম্বর দিনব্যাপী চট্টগ্রাম দক্ষিণ বন সংরক্ষক দেলোয়ার হোসেনের নির্দেশনায় মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়ার নেতৃত্বে হালুয়াঘোনা উইবিএম ইটভাটা হতে তিন ডাম্পার (মিনি ট্রাক) ৬শ ঘনফুট এবং ছনখোলা বিবিসি ইটভাটা হতে চার ডাম্পার ৬শ ঘনফুট সর্বমোট সাত ডাম্পার ১২শ ঘনফুট অবৈধ জ্বালানী কাঠ উদ্ধার করা হয়। মাদার্শার রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া বলেন, বনের কাঠ সাবাড় করে ইটভাটায় অবৈধভাবে যারাই জ্বালানী কাঠ ব্যবহার করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।