শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

অবৈধভাবে কাঠ পোড়ানো ও লাইসেন্স না থাকায় সাতকানিয়ায় এক ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইট ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো ও ইট প্রস্তুতের লাইসেন্স না থাকার অপরাধে ইট ভাটার মালিক এবং ম্যানেজারকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (৩০ ডিডেম্বর) বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় দরবার (ডিবিএম) ব্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় ইট তৈরিতে কাঠ পোড়ানোর অপরাধে ইট ভাটার ম্যানেজার ছৈয়দ হোসাইন(৩৮) কে এক লক্ষ টাকা এবং ইট প্রস্তুতের লাইসেন্স না থাকায় ইটভাটার মালিক মাহামুদুল হক(৪২) কে ১ লক্ষ টাকা করে দুজনকে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। উক্ত মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ইট ভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় ইট তৈরিতে কাঠ পোড়ানোর অপরাধে ইট ভাটার ম্যানেজার ছৈয়দ হোসাইনকে এক লক্ষ টাকা এবং ইট প্রস্তুতের লাইসেন্স না থাকায় ইটভাটার মালিক মাহামুদুল হককে ১ লক্ষ টাকা করে দুজনকে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে পর্যায়ক্রমে উপজেলার সকল লাইসেন্স বিহীন ইট ভাটা ও যেসব ইট ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে সেসকল ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com