রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

৬৪৮ এমপি বিতর্ক: নীতি-নির্ধারকরা চাইলে স্পষ্ট করা হবে বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

বর্তমানে দেশে ৬৪৮ জন সংসদ সদস্য (এমপি) রয়েছেন বলে যে আলোচনা চলছে, সেই বিষয়ে চাইলে নীতি-নির্ধারকরা সংবিধানের স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন। তবে এখন পর্যন্ত সবকিছু সাংবিধানিক ভাবেই চলছে বলে মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়- ‘মন্ত্রীরা যখন শপথ নেন তখন আগের মন্ত্রীসভা বাতিল হয়ে যায়। কিন্তু সংসদ সদস্যরা শপথ নিলেও আগের সংসদ বাতিল হয় না। সেক্ষেত্রে আইনের অস্পষ্টতা আছে বলে আপনি মনে করেন কি না?’
জবাবে আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে এবং এটা আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই। তারপরও আমি বলবো, নীতি-নির্ধারকরা যদি মনে করেন এখানে কিছু আরও স্পষ্ট করার প্রয়োজন আছে, সেটা দেখা যাবে।

আইনমন্ত্রী হিসেবে স্পষ্ট করা প্রয়োজন মনে করেন কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আমি তো বললাম, নীতি-নির্ধারকরা যদি মনে করেন স্পষ্ট করার প্রয়োজন আছে তাহলে দেখা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com