দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে এমনই ইঙ্গিত দিয়েছেন সাকিব। কন্যা আলায়না হাসান অব্রির একটি ছবির মাধ্যমে এমনই ইঙ্গিত দেন সাকিব। যেখানে দেখা যাচ্ছে, আলায়নার হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘বড় বোনের দায়িত্ব।’ এই পোস্টের পর কমেন্টে সাকিব পরিবারকে শুভকামনায় ভাসিয়েছেন তার ভক্ত-সমর্থকরা। গত ২১ মার্চ মাগুরা থেকে যুক্তরাষ্ট্রে যান সাকিব। যেখানে রয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি পরিবারের কাছে যাননি সাকিব। করোনভাইরাসের কারণে ১৪ দিনের সেচ্ছা আইসোলেশনে থাকেন তিনি। সেচ্ছা আইসোলেশনে থাকা অবস্থায় কোন অসুস্থতা বোধ করেননি সাকিব। তাই ৩ এপ্রিল সেচ্ছা আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরে যান তিনি। অবশ্য আগে থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল। বলাবলি হচ্ছিল, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তবে এই খবরের কোন আনুষ্ঠানিক নিশ্চয়তা ছিল না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবই নিশ্চিত করেছেন, ছোট ভাই অথবা বোন পেতে যাচ্ছেন আলায়না হাসান অব্রি। ঠিক কবে পৃথিবীয় বুকে আসবে সাকিবের দ্বিতীয় সন্তান- এ বিষয়ে কিছু জানাননি বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহেই দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব। উল্লেখ্য, গত ৮ মার্চ গালফ ওয়েলের শুভেচ্ছাদূত হিসেবে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে বসে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মধ্যকার জমজমাট ম্যাচ দেখেছিলেন সাকিব। এরপর ফেরেন দেশে, বেশ কিছুদিন কাটান নিজের জন্মস্থান মাগুরায়। বিশ্ব স্বাস্থ্যসংস্থার নির্দেশনা মোতাবেক শিশির-আলায়নাদের থেকে কাছের দুরত্বেই একটি হোটেলে নিজেকে ১৪ দিনের সেলফ আইসোলেশনে রেখেছিলেন সাকিব। যা শেষ হয়েছে ৩ এপ্রিল। এর মধ্যে তিনি কোন ধরনের অসুস্থতা অনুভব করেননি। ফলে কোন ঝামেলা ছাড়াই ফিরতে পেরেছেন স্ত্রী-সন্তানের কাছে। ২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তার আগে অবশ্য তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।
ই-খ/খবরপত্র