রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
গজারিয়া জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার কেশবপুরে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা গ্রামবাংলার খেলাধুলার একটি ঐতিহ্য ছিল এসব কাঠের খেলনা গজারিয়াবাসীর সেবা করাই রুহুল আমিনের লক্ষ্য আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আঃ হককে চায় সর্বস্তরের জনগণ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধন জামালপুরে পল্লীবিদ্যুতের অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার আছে পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ক্যাম্পাসে পরিচালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। (৫) ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩নং গেইট সংলগ্ন পুকুরপাড় এবং এর আশপাশ পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। এসময় উপাচার্য বলেন, একটি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে সকলের সচেতনতা একান্ত প্রয়োজন। এজাতীয় উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। বরিশাল বিশ^বিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। একইসাথে উপাচার্য পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে এগিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলোর প্রতিও আহবান জানান। এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম, কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. হেনা রানী বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন বিডি ক্লিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com