বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা আছির উদ্দিন চিশ্তী মেমোরিয়াল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে প্রতিষ্ঠান মাঠে অধ্যক্ষ আবদুল হামিদ সেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বাল্য বিয়ে রোধে শিক্ষার্থীদের সচেতন হয়ে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, চামরুল ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রভাষক মিলন আলী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।