কুমিল্লার দাউদকান্দি মডেল থানার তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জনমনে ফিরে এসেছে স্বস্তি। কমেছে ছিনতাই চুরির মতো ঘটনা। অনেকটাই নিয়ন্ত্রণে আছে মাদক কারবারীদের সমাজবিরোধী কাজ। কমেছে চাঁদাবাজদের উপদ্রব। উপজেলার প্রধান সড়কগুলোতে বসানো সিসি ক্যামেরায় মনিটরিং করা হয় সার্বিক পরিস্থিতি। দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে রাখতে প্রতি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করছে বিট পুলিশ।দাউদকান্দি মডেল থানায় যোগদানের পর থেকেই যে কোন অপরাধের বিষয়ে জিরো টলারেন্স অবস্থান নিয়েছেন অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। তার তৎপরতায় ইতিমধ্যে ভেঙে পড়েছে অপরাধী চক্রের নেটওয়ার্ক। অপরাধীরা অনেকেই চলে গেছেন আত্মগোপনে। এতে খুশি এলাকার সাধারণ মানুষ। তারা ওসি মোজাম্মেল হককে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে সন্ধ্যার পর নিরাপদে চলাফেরা করতে ভয় পেতেন তারা। এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। সড়কে উৎ পেতে থাকা সন্ত্রাসীদের এখন আর তেমন একটা চোখে পড়ে না। কমেছে স্কুলগামী মেয়েদের ইভটিজিং এর ঘটনা। লাপাক্তা এক সময়কার ভয়ংকর কিশোর গাং সদস্যরা। সাধারণ মানুষ আরো জানান, আগে তাদের বাড়ি নির্মাণ করতে গেলে একশ্রেণীর বখাটেদের দিতে হত চাঁদা। এটা ছিল অনেকটাই অঘোষিত নিয়ম। এখন তাদের কাউকে আর দিতে হয়না চাঁদা। এটা সম্ভব হয়েছে পুলিশের সহযোগিতার কারণেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান শাহিন বলেন, ওসি মোজাম্মেল হকের তৎপরতার কারণে দাউদকান্দি উপজেলায় অপরাধ প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মানুষ এখন স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে। দাউদকান্দি বিট পুলিশিং কমিটির সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব জানান, অপরাধ দমনে ওসি মোজাম্মেল হকের ভূমিকা প্রশংসনীয়। তিনি যোগদানের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন।
ইতিমধ্যে এর প্রতিফলন ঘটেছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সাধারণ মানুষ এখন অনেকটাই নিরাপদ বোধ করছে।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি সতর্কতা রয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশের। বাড়ানো হয়েছে পুলিশের টহল। টহল জোরদার করায় খুশি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, যেকোনো মূল্যে কঠোর হস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে পুলিশ। এ বিষয়ে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। অপরাধীদের দমনে পুলিশ সব সময় সজাগ আছে। ওসি মোজাম্মেল হক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান।