“প্রধানমন্ত্রীর উপহার প্রাণির পাশে ডাক্তার”-এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গলাচিপা উপজেলা পর্যায়ে সফল প্রাণি সম্পদ উদ্যোক্তা খামারী সহ সুস্থ সবল বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, কবুতর ইত্যাদি প্রাণিদের সমন্বয়ে প্রাণি সম্পদ ও সেবা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা টিভি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ে দেশের জেলা, উপজেলার প্রাণি সম্পদ সেবা সপ্তাহ/২০২৪ এর শুভ উদ্বোধন করেন। বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকাল ১০ টায় উদ্বোধন শেষে গলাচিপা উপজেলার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে স্থানীয়ভাবে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জনপ্রিয় জননেতা ও মাননীয় জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে খামারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জননেতা মু. সাহিন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সজল দাস। প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় ৪০টি স্টলে সফল উদ্যোক্তা খামারীদের নানা প্রকার পশু প্রাণি শোভা পায়। সার্বিকভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। প্রদর্শনী মাঠে উৎসুক জনতা, চাষী, কৃষক, খামারী, নারী, পুরুষ অংশ নেয়।