শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৩, ভাইস-চেয়ারম্যান ৫ ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে, ২১ এপ্রিল রোববার সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির সাবেক সদস্য কাজী শাহজামান বাবুল এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সেলিম। ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন, তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, মুফতি মুস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা মোঃ রাকিবুজ্জামান লস্কর এবং সাহেব আলী মিয়া। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুন্নাহার রিটা, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সাহানা পারভিন মনি ও আইরিন খান। মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, আগামী ২১ মে নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে নগরকান্দা উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৪ শত ৯৭ জন, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৮ হাজার ৭৪ জন এবং নারী ভোটারের সংখ্যা ৮১ হাজার ৪ শ ২৩ জন। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে উৎফুল্ল বিরাজ করছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য অধির আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com