মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

ইসলামে ঐক্যের গুরুত্ব

মুন্সি আব্দুল কাদির
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ইসলাম এবং ঐক্য, এক ও অবিচ্ছেদ্য। ঐক্য ছাড়া ইসলামের ওপর টিকে থাকা যায় না। এজন্য বেশির ভাগ ইবাদতেই ঐক্যের দিকে আহ্বান করা হয়। যেমন- জামাতে নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ ও হজ। রোজা ক্ষুধা যন্ত্রণার অনুভূতি জাগ্রত করে অপরের সহানুভূতির প্রেরণার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে। জাকাত সমাজে গরিবি দূর করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করে। এমনিভাবে প্রত্যকটি ইবাদতে শুধু ঐক্যের আহ্বান, ভ্রাতৃত্বের আহ্বান। নামাজ, রোজা ইত্যাদি যেমন ইসলামের মৌলিক ফরজ। ঐক্য বা ভ্রাতৃত্বও ইসলামের মৌলিক একটি ফরজ। ঐক্য ছাড়া ইসলামের বিজয় আসেনি এবং ঐক্য ছাড়া ইসলামের বিধানও পুরোপুরি মানা যায় না। মুসলমানদের ঐক্য ছাড়া ঈমানের ওপর অটল থাকাও কঠিন হয়ে পড়ে। অন্য দিকে ইসলামী সমাজ ঐক্যের সমাজ, তার জীবন চলার পথ সহজ করে দেয়। ঐক্যের সমাজে কেউ নিপীড়িত নিষ্পেষিত হয় না। নিজের অধিকার থেকে কেউ বি ত হয় না। কেউ কারো সম্মানহানী করতে পারে না। জালেম জুলুম করতে পারে না। ইসলামের দুশমনও মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়নের সাহস করতে পারে না।
সূরা আল ইমরানের ১০৩ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন- ‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহ তায়ালার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ সূরা তওবার ৯২ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন- ‘এই যে তোমাদের জাতি তোমরা একই উম্মাহ, আমি তোমাদের প্রভু তোমরা সবাই আমার ইবাদত করো।’ সূরা হুজরাতের ১০ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন- ‘সব মুসলমান পরস্পর ভাই ভাই’।
রাসূল সা: বলেন, ‘যে ব্যক্তি জান্নাতের সর্বোত্তম অংশে বসবাস করে আনন্দিত হতে চায় সে যেন ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে।’ (তিরমিজি)
রাসূল সা: বলেন, ‘মুমিনগণ একটি দেহের মতো, তার চোখ আক্রান্ত হলে পুরো শরীর আক্রান্ত হয়, তার মাথা আক্রান্ত হলে পুরো শরীর আহত হয়।’ লেখক : প্রবন্ধকার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com