সুনামগঞ্জের জগন্নাথপুরে হারিয়ে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করে টাকার মালিকের স্বামীর নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ। জানাযায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার খোদেজা বেগম গত ৮ মে সোনালী ব্যাংক, জগন্নাথপুর শাখা হতে এক লক্ষ টাকা উত্তোলন করে নিজ বাসায় যাওয়ার পথে তাহার সাথে থাকা টাকাগুলো অজ্ঞাতস্থানে হারিয়ে যায়। বিষয়টি মৌখিকভাবে থানায় জানানো হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামে নির্দেশে এস আই জিয়া উদ্দিন টাকার মালিক খোদেজা বেগমের সাথে বিস্তারিত কথা বলে টাকা হারানোর সম্ভাব্য স্থানসমূহে খোঁজ খবর নিয়ে হারানো টাকা পাওয়া ব্যাক্তিকে সনাক্ত করে হারানো এক লক্ষ টাকা উদ্ধার করেন। পরে থানার এস আই জিয়া উদ্দিন উদ্ধারকৃত টাকাগুলো খোদেজা বেগমের স্বামী সৈয়দ বাহারুল ইসলাম এর নিকট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম হস্তান্তর করেন। হারানো টাকা ফিরে পাওয়ার পর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খোদেজা বেগমের স্বামী সৈয়দ বাহারুল ইসলাম জানান, পুলিশ আমাদের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দেওয়ায় অনেক খুশি। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাই।