পিরোজপুরে জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নামেন প্রার্থীরা। দিনে ও রাতে সমানতালে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং। দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে ৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২২ জন প্রার্থী। এদের মধ্যে অনেকেই নতুন মুখ। প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় চষে বেড়াচ্ছেন মাঠ। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, বিপদে আপদে যাকে কাছে পাবেন এবং যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। ২১ মে’র দ্বিতীয় ধাপের এ নির্বাচনে পিরোজপুরের দুইটি উপজেলা কাউখালী ও নেছারাবাদের ২ লক্ষ ৫৫হাজার ২৯৬ জন ভোটার ইভিএম পদ্ধতির মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।