সুনামগঞ্জের জগন্নাথপুরে গত বছরের চেয়ে এবার এসএসসি ফলাফলে পিছিয়েছে রয়েছে। রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর মাত্র ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর ছিল ৫৪ জন। গত বছর দাখিলে কোন শিক্ষার্থী জিপিএ-৫ না পেলেও এবার পেয়েছে- ৩ জন। এবছর মাদ্রাসা শিক্ষার্থীর ফলাফলও সন্তোষজনক। তবে ভোকেশনাল ফলাফলে কেউ জিপিএ- ৫ পায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৩২২ জন জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৭৫৭ জন। জিপিএ -৫ পেয়েছে ২৮ জন। পাশের হার ৭৫.৬৭। গতবছর ছিল ৮১.৭৪। অপরদিকে ১৮টি মাদ্রাসা থেকে ৮৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৩৪ জন। পাশের হার ৮৩.২২। গত বছর ছিল ৬৮.০২। ভোকেশনাল কারিগরি পরীক্ষার ফলাফলে ৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৮ জন কৃতকার্য হয়। পাশের হার ৯০.৬৩। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, স্কুল পর্যায়ের সার্বিক ফলাফল সন্তোষজনক নয়। তবে মাদ্রাসার ফলাফল গত বছরের চাইতে এবছর ভালো হয়েছে। গত বছরের এসএসসি পরীক্ষায় ৫৪ জন জিপিএ- ৫ পেলেও এবছর পেয়েছে ২৮ জন। মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে গতবছর কেউ জিপিএ- ৫ না পেলেও এবার পেয়েছে ৩ জন।