সিরাজগঞ্জের তাড়াশে নিমগাছি সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সুফলভোগী মৎস্যচাষিদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে নিমগাছি মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিচালকের কার্যালয় এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ সময় বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের অর্থ ও পরিকল্পনা শাখার উপরিচালক মো. সাহেদ আলী, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা মসগুল আজাদ প্রমূখ।