বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন এর উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। শনিবার (১ জুন) নগরীর আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এ ক্যাম্পইনের উদ্বোধন করেন তিনি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মেয়রের সহধর্মীনি লুনা আব্দুল্লাহ ও জেলা সিভিল সার্জন মারিয়া হাসান। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুরুল ইসলাম শুভ্র এর সঞ্চালনায় সংরক্ষিত কাউন্সিলর লাভলী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ১ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। যারা বাদ পরবে তাদের ২ থেকে ৫ জুন বাড়ি বাড়ি গিয়ে খাওয়ানো হবে। এসময় বরিশাল সিটি এলাকায় ৬০ হাজার ও জেলায় ৩ লক্ষাধীক শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।