‘স্মার্ট ভূমি সেবা- স্মার্ট নাগরিক প্রতিপাদ্য কে সামনে রেখে শনিবার সকালে সোনাগাজীতে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইকবাল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদ খান, পৌরসভা ভূমি সহকারি অফিসার দিলীপ কুমার নাথ, বক্তারমুন্সি ইউনিয়ন ভূমি সহকারি অফিসার দেবাশিষ চন্দ্র রায়, আমিরাবাদ ইউনিয়ন ভূমি সহকারি অফিসার বেলায়েত হোসেন, মঙ্গলকান্দি ইউনিয়ন ভূমি সহকারি অফিসার নজরুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির মাহফুর রহমান, সার্ভেয়ার-আবুৃল কালাম আযাদ সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্মার্ট ভূমি সেবা পেতে ভূমি অফিসে সরাসরি না এসে কল সেন্টারের ১৬১২২ নম্বরে ফোন দিয়ে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা গ্রহনের বিষয়ে উদ্বুদ্ব করা হয়, এছাড়া স্মার্ট ভূমি সেবার আওতায় অনলাইনে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান পর্চা, জমির ম্যাপ সহ অনেক সেবা দেয়া হচ্ছে, যা অনেকে না জেনে সময় নষ্ট করেন এবং অযথা দৌড়াদৌড়ি করেন।