ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গত শুক্রবার (৭ জুন) রাতে তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ফ্যাশন শোতে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢালিউডের একঝাঁক নায়িকা। ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’নামের এ ফ্যাশন শোতে শাকিবের পরনে ছিল একটি সাদা স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস। আর শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।
শাকিব খানের সঙ্গে এ নায়িকারা র্যাম্পে হাঁটেন। এ নায়িকারা হচ্ছেন- পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি ও তিশা সাবিলা নূর। জানা গেছে, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ফ্যাশন ডে’। এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।