বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ভূমি ব্যবস্থাপনা জটিলতা ভূমিকর, নামজারি, সহ নানা সমস্যা উত্তরণের দুর্নীতি মুক্ত হয়রানি বন্ধে ভূমি সপ্তাহ সেবা ও স্মার্ট নাগরিক সেবা, চালু করন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, গলাচিপা উপজেলা সহকারী ভূমি অফিসের বর্ণাঢ্য আয়োজনে, গতকাল বুধবার সকাল ১১টায় এসিল্যান্ড অফিস চত্বরে, শত শত নর নারী সচেতন মহল সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজার সভাপতিত্বে, এবং ভূমি সেবা সপ্তাহ নাগরিক সেবা ও নানাবিধ নিয়মাবলী প্রজেক্টর এর মাধ্যমে উপস্থাপনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, থানা প্রতিনিধি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দীন সানু ঢালী, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হাসান মিল্টন প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীদের ভূমি বিষয়ের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে ভূমি মন্ত্রণালয়ের প্রকাশিত ভূমি, আমার ঠিকানা ক্ষুদ্র বই মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা, তহসিলদার, কানুনগো, সার্ভেয়ার, সার্বিক সেবায় সহোযোগীতা করেন।