নেত্রকোনার দুর্গাপুরে ‘‘মাদক ছাড়ো, খেলা ধরো’’ এই প্রতিপাদ্যে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার লক্ষে প্রতিভা কোচিং হোম এর ১০ বছর পুর্তি উপলক্ষে ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। বুধবার বিকেলে দক্ষিনপাড়া মাঠে প্রতিভা কোচিং হোম এর আয়োজনে এ টুর্নামেন্ট উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি, সাংবাদিক আনিসুল হক সুমন, সাংবাদিক শান্ত তালুকদার, দুর্গাপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র দাস সহ প্রমুখ। আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী মাসুম বিল্লাহ অভি জানান, টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় আরহাম ফাউন্ডেশন বনাব প্রতিভা কোচিং হোম অংশ গ্রহণ করে। এছারা ১২টি টিমের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রধান অতিথি মতিউর রহমান বলেন, বর্তমানে দেশের প্রতিটি এলাকায় চলছে মাদকের ছড়াছড়ি। আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক। এতে দেশ ও জাতী উপকৃত হবে। প্রতিভা কোচিং হোম এর উদ্যোগে এমন আয়োজন সত্যি আনন্দের বিষয়।