মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

ঢালিউড সুপার স্টার শাকিব খান ও চিত্রানায়িকা অপু বিশ্বাসকে নিয়ে চর্চা হওয়াটা এখন যেন সাধারণ নিয়মে পরিণত হয়েছে। সিনেমার কাজের চেয়ে তাদের ব্যক্তি জীবনের নানান ঘটনা নিয়ে এখন হরহামেশাই সংবাদের শিরোনাম হন তারা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মুখরোচক আলোচনা হয়।
এবার অপু বিশ্বাস শাকিব খানকে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। আজ (২৫ জুন) বেলা একটার দিকে তার ফেসবুকে এ স্ট্যাটাসটি দিয়েছেন। তার এ স্ট্যাটাস দেওয়া কারণ হচ্ছে এবারের ঈদুল আজহায় ‍মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তুফান’। অপূ বিশ্বাস মূলত শাকিবের এই সিনেমা এবং এর টিমের প্রত্যেককে শুভ কামনা জানিয়েছেন। অপু তার স্ট্যাটাসের শেষে শাকিবকে অভিনন্দন জানিয়ে ‘গ্লোবাল সুপার স্টার’ অর্থাৎ, শাকিবকে বিশ্বতারকা হিসেবে অভিনীত করেছেন।
অপু বিশ্বাস তার স্ট্যাটাসে ‘তুফান’ সিনেমায় ‘দুষ্টু কোকিল’ শিরোনামে গানের কণ্ঠ দেওয়া শিল্পী কণাকে, সিনেমার নির্মাতা রায়হান রাফি ও সিনেমার টিমকেও অভিনন্দন জানিয়েছেন। তার স্ট্যাটাসে একটি ছবিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, শাকিবের সঙ্গে শিল্পী কণাকে।
এদিকে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার গান ‘দুষ্টু কোকিল’। গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কণা। এর আগেও এ গায়িকার গাওয়া বেশ কিছু গানই হিট-সুপারহিট হয়েছে। তবে শাকিব-মিমির রসায়ন ও অন্যদিকে রায়হান রাফির নির্মাণ। সব মিলিয়ে গানটি যেন পরিপূর্ণতা পেয়েছে কনার কণ্ঠে। প্রশংসা কুড়াচ্ছে ওপার বাংলার আকাশ সেনের গাওয়া অংশটুকুও। সবমিলিয়ে ‘দুষ্টু কোকিল’-এ মেতেছে দর্শক। ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চ ল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com