সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

দেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন কবি আসাদ বিন হাফিজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

অনিবার্য বিপ্লবের ইশতেহারের কবি আসাদ বিন হাফিজ স্মরণ ও দোয়া মাহফিল

অনিবার্য বিপ্লবের ইশতেহারের কবি আসাদ বিন হাফিজ স্মরণ ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, বাংলা সাহিত্যের প্রধান কবিদের একজন কবি আসাদ বিন হাফিজ। জাতির এই ক্রান্তিলগ্নে কবি আসাদ বিন হাফিজের মতো কবিদের খুব বেশি প্রয়োজন। উনার সকল সৃষ্টিকর্মগুলোকে এক মোড়কে নিয়ে এসে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। আসাদ বিন হাফিজের লেখাগুলো খন্ড আকারে প্রকাশ এখন সময়ের দাবি। অনিবার্য ইশতেহারের কবি হিসেবে পরিচিত দেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা।

৬ জুলাই শনিবার, বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে স্মরণ ও দোয়া মাহফিলে বক্তারা এইসব কথা বলেন।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি যাকিউল হক জাকীর সভাপতিত্বে ও কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলের সঞ্চালনায় অনিবার্য বিপ্লবের ইশতেহারের কবি আসাদ বিন হাফিজ স্মরণ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কবি আবদুল হাই শিকদার, কবি মোশাররফ হোসেন খান, কবি হাসান আলীম, ড. মাহফুজুর রহমান আখন্দ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল ‍একাডেমির সভাপতি আবেদুর রহমান, ও সেক্রেটারী  ইব্রাহীম বাহারী, কবি আবু তাহের বেলাল, কবি নাসির হেলাল, চিত্রশিল্পী ইব্রাহীম মন্ডল, ড. মোস্তফা মনোয়ার, কবি মাহমুদুল হাসান নিজামী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম এবং কবি পরিবারের সদস্য কবি আসাদ বিন হাফিজের ভাতিজা কবি সালেহ মাহমুদ । সংগীত পরিবেশনা মহানগর শিল্পীগোষ্ঠী, আবৃত্তি মুস্তাগিছুর রহমান, তারিক হাসিব, কামাল মিনা প্রমুখ।

কবি আব্দুল হাই সিকদার বলেন, আসাদ বিন হাফিজ একজন সত্য পথপ্রাপ্ত কবি ছিলেন। কবি আসাদ বিন হাফিজ তার কীর্তির চেয়ে মহৎ। তার সাহিত্যে জনগণের আত্মার স্পন্দন ছিল। সস্তা ফেইসবুক দিয়ে বিপ্লব হবে না আর সাহিত্য সংস্কৃতির চর্চাও হবে না। নজরুল কে নিয়ে দেশ পত্রিকা একটা বিরাট একটি অপকর্ম করেছে। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কবি জীবনানন্দ দাশ সাথে কোনো ভাবেই নজরুলের তুললা চলে না। কবি আসাদ বিন হাফিজ ছিলেন একজন আদর্শবাদী কবি ছিলেন। কবি মৃত্যুে আমাদের জন্য বিরাট ক্ষতি।

আশির দশকের অন্যতম কবি মোশারেফ হোসেন খান বলেন, আশির দশকে আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে কবিতা এবং সাহিত্য রচনা করতে হয়েছে। মৃত্যুর পরে আমরা ঘটা করে স্মরণ ও দোয়া মাহফিল করি, এরপরে আমরা ভুলে যাই। আমাদের ইসলামিক ভাবে ধারার অনেক কবি সাহিত্যিক আছে তাদেরকে আমরা স্মরণ করি না।

কবি হাসান আলিম বলেন, আসাদ বিন হাফিজ একজন কবি ও ছড়াকার। আশির দশকের সেরা কবিদের একজন আসাদ বিন হাফিজ। ইসলামী সাহিত্য রচনায় কাজ করেছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, কবি আসাদ বিন হাফিজের লেখা গুলো সংরক্ষণ করা জরুরী। তিনি সুহাসিনির ভোরের কবি। তিনি শিশু সাহিত্যের জন্য অনেক কাজ করেছেন। কবির লেখা সংরক্ষণ করে প্রকাশ করা খুব জরুরী।

সভাপতির বক্তব্যে ও দোয়া মুনাজাত করে কবি যাকিউল হক জাকী বলেন, কবির বিশুদ্ধ ধারার কাব্য চর্চার অসামান্য অবদানের কথা উল্লেখ্য করে বলেন, আসাদ বিন হাফিজের কবিতা,গান, গল্প ও প্রবন্ধ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। এদেশের বিশ্বাসী তরুণদের আত্মচেতনাবোধ জাগ্রত করেছে। তিনি ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সকল মানুষেকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন তার অসাধারণ সৃষ্টিকর্ম দ্বারা।

অনিবার্য বিপ্লবের ইশতেহারের কবি আসাদ বিন হাফিজ স্মরণ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, বাংলা সাহিত্যের প্রধান কবিদের একজন কবি আসাদ বিন হাফিজ। বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং ছড়াকার হিসেবে পরিচিত। তিনি আদর্শিক দিক দিয়ে ফররুখ আহমদের অনুসারী। তাঁর সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির ব্যবহারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সাহিত্যে বিপ্লবী চিন্তা-চেতনারও প্রকাশ ঘটেছে। তিনি ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত আছেন। কবি আসাদ বিন হাফিজ ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক(সম্মান) ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি ১৯৮৩ সালে একই প্রতিষ্ঠান থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। কবিতা, গল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য, গবেষণা, সম্পাদনা ইত্যাদি সাহিত্যের সব শাখাতেই কবি আসাদ বিন হাফিজ রেখেছেন তার অসামান্য প্রতিভার স্বাক্ষর। তিনি প্রায় ৮১টি গ্রন্থ প্রকাশ করেছেন। কবি আসাদ বিন হাফিজ তার বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘কি দেখো দাঁড়িয়ে একা সুহাসিনী ভোর’ এবং ‘অনিবার্য বিপ্লবের ইশতেহার’। কবি আসাদ বিন হাফিজ তার বর্ণাঢ্য কর্মজীবনে সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ কলম সেনা পুরস্কার (১৯৯৪), কোয়ান্টাম ফাউন্ডেশন এমইউ আহমেদ পুরস্কার (১৯৯৭), বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ পুরস্কার (১৯৯৭), ছড়ার ডাক পদক ও সম্মাননা (২০০৪), মেলোডি শিল্পীগোষ্ঠী পদক (২০০৪), কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (২০০৪), গাজীপুর সংস্কৃতি পরিষদ কৃতী সংবর্ধনা (২০০৪), মরহুম ওমর ফারুক সম্মাননা স্মারক ‘কাব্যরতœ’ ২০১৬ ও সাহিত্যচর্চা সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা ও ইসলামী সাহিত্যে তার অবদান অতুলনীয়।

কবি মাহমুদুল হাসান নিজামী বলেন, কবি আসাদ বিন হাফিজ বাংলা সাহিত্যের কালজয়ী মহাপুরুষ। ক্ষণজন্মা কবি নাসিম হিজাজীর বইগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বাংলা অনুবাদ সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। পাশাপাশি ইসলামীভাবধারার সাহিত্যকে তিনি উন্নত করেছেন।

কবি আসাদ বিন হাফিজের ভাতিজা কবি সালেহ মাহমুদ বলেন, কবি আসাদ বিন হাফিজ ছিলেন একাধারে বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান বিশ্বাসী কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। তিনি আদর্শিক দিক দিয়ে কুরআন ও রাসুলুল্লাহ সা. সুন্নাহ অনুসারী ছিলেন। তার রচনায় বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবী ধারা চোখে পড়ার মতো। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটিয়েছেন। তার রচিত শিশুসাহিত্য ও ছড়া সমসাময়িক যুগে অতুলনীয়। তিনি ছিলেন বিরল সাহিত্য প্রতিভার অধিকারী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার ও প্রকাশক। তার বহু গ্রন্থ, ইসলামী গান ও কবিতা নতুন প্রজন্মকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করেছে।

লেখক ও গবেষক ইব্রাহিম বাহারি বলেন, ইসলামীধারার সাহিত্য রচনা ও সাহিত্য রচনা করতে নতুন প্রজন্মকে উৎসাহিত করেছিলেন প্রেরণা দিয়েছিলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, ট্রানজিটের নামে ভারতকে করিডোর দিয়ে দেয়া তখনই বিপ্লবের মৌসুম। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয় তখনই কবি সহযোদ্ধাদের বিপ্লবে নেমে পড়া জরুরী।।

চিত্রশিল্পী ইব্রাহীম মন্ডল বলেন, কবি আসাদ বিন হাফিজ অসাধারণ ছাড়া লিখতে পারতেন। দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ কবি সাহিত্যকরা। ইসলামি ভাবধারার কবি মতিউর রহমান মল্লিক, কবি গোলাম মোহাম্মদ, শাহেদ আলীরা ইসলামি সাংস্কৃতিক চর্চায় অবদান রেখে গেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com