গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালিকা দুই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচ দুটি গতকাল বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন। এছাড়াও খেলায় কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালিকা বিভাগের ফাইনাল খেলায় মোক্তারপুর ইউনিয়ন ও জামালপুর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে মোক্তারপুর ইউনিয়ন দল জামালপুর ইউনিয়নের কাছে ৩-০ গোলে পরাজিত হয়। পরে একই মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক বিভাগের ফাইনাল খেলা নাগরী ইউনিয়ন ও জাঙ্গালিযা ইউনিয়নের মাঝে অনুষ্ঠিত হয়। এ খেলায় নাগরী ইউনিয়ন দল জাঙ্গালিয়া ইউনিয়নের কাছে ২-০ গোলে জয় লাভ করে। খেলা শেষে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা বিজয়ী ইউনিয়নের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।