শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

বদলগাছীতে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪

নওগাঁর বদলগাছীতে ২০২৩ -২০২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২০২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোঃ কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু প্রমূখ। শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী কৃষকদের হাতে ধান বীজ ও রাসায়নিক সার তুলে দেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, এই মৌসুমে উপজেলার ১৪১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com