শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

ফরিদপুর প্রথম বিভাগ ক্রিকেট লীগে নগরকান্দা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

ফরিদপুর প্রথম বিভাগ ক্রিকেট লীগে নগরকান্দা ক্রিকেট ক্লাব (এনসিসি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার শেখ জামাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় নগরকান্দা ক্রিকেট ক্লাব ৪ উইকেটে নতুন প্রজন্ম ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নগরকান্দা ক্রিকেট ক্লাব টসে জিতে নতুন প্রজন্ম ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ? ২২০২৩ – ২০২৪ ক্রিকেট টূর্ণামেন্ট গুলোর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ফরিদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ এবং কোয়ালিফায়িং ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে অংশগ্রহণকারী আটটি দলকেও ট্রফি প্রদান করা হয়। গতকাল বুধবার বিকেলে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোর্শেদ আলম , জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ রিজন মোল্লা। ?এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন ফরিদপুরে একটা আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনস্টিটিউশন হলে সেখান থেকে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। বক্তারা বলেন বাংলাদেশে একমাত্র বিকেএসপি ছাড়া অন্য কোথাও স্পোর্টস একাডেমি নাই। অথচ পার্শ্ববর্তী দেশে স্পোর্টস ইনস্টিটিউশন রয়েছে। বক্তারা বলেন সারা বছর যাতে খেলাধুলা হয় সে জন্য ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। খুব শীঘ্রই ফরিদপুরে একটা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। বক্তারা বলেন টুর্নামেন্টের মাধ্যমে এখান থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বেড়িয়ে আসবে যারা দেশের প্রতিনিধিত্ব করবে । এর ফলে আমরা আরো ভালো খেলোয়াড় দেশকে উপহার দিতে পারব। এর আগে প্রথম বিভাগ ক্রিকেটের ফাইনালে মোকাবেলা করে নগরকান্দা ক্রিকেট ক্লাব বনাম নতুন প্রজন্ম ক্রিকেট ক্লাব। খেলায় নগরকান্দা ক্রিকেট ক্লাব (এনসিসি) নতুন প্রজন্ম ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এরমধ্যে প্রথম বিভাগ ক্রিকেট লীগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলা গুলি ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ও কোয়ালি ফাইং ক্রিকেট লীগের খেলা গুলো শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com