মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

একজন সেবক হিসেবে প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রাখতে চাই: খোরশেদ আলম চৌধুরী

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

আমি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার কাছে পক্ষ-বিপক্ষ নেই। আমি জনগণের এবং জনগণ আমার। একজন সেবক হিসেবে জনগণের মন জয় করে প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রাখতে চাই। উপজেলার সার্বিক উন্নয়নে আমি আমার ভূমিকাকে প্রশংসীত করে জনগণের মাঝে স্থান করে নিতে আগ্রহী। আমার অবৈধ কোন লোভ-লালসা নেই। অবৈধভাবে অর্জন করে আমি ধনী হয়ে চাই না। আমার দৃঢ় বিশ্বাস আমরা সকলেই সততা বজায় রেখে ঐক্যমতের ভিত্তিতে উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ থাকি, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শরীক হয়ে দেশ ও জাতির কাছে লোহাগাড়া উপজেলাকে প্রশংসীত করতে পারব ইনশা-আল্লাহ। এ ক্ষেত্রে আমি উপজেলার সর্বশ্রেণীর মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি। লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদ্বয়ের বিদায়-বরণ সহ মাসিক আইন-শৃংখলা বিষয়ক সমন্বয় সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান এর সভাপতিত্বে ১০ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সরওয়ার মামুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। একই সময় বিদায় নেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল’র মৃত্যুর পর সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে মাসিক আইন-শৃংখলা বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এম.এ.মোতালেব সিআইপি। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, বিদায়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সরওয়ার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা সদর লোহাগাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ও পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদসহ অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com