মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

বৃষ্টিতে কেমন জুতা পরবেন?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

শুরু হয়েছে বর্ষাকাল। যখন-তখন বৃষ্টি হতে পারে এ সময়। চারপাশ মুহূর্তেই অন্ধকার, আবার বৃষ্টি হতে না হতেই রৌদ্রজ্জ্বল। তাই বর্ষায় ঘর থেকে বের হওয়ার সময় সাবধান থাকা উচিত, যাতে বৃষ্টি ভিজে না যান। হয়তো বিশেষ কোনো অনুষ্ঠানে যাবেন বলেন ঘর থেকে সেজেগুজে বের হয়েছেন, হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলেন। সবকিছু মিলিয়ে বর্ষায় জামা ও জুতা পরার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। বিশেষ করে বর্ষাকালে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় জুতা ব্যবহারের দিক দিয়ে। বৃষ্টি ও কাঁদার কারণে পছন্দের জুতা পরতে পারেন না অনেকেই। জুতার পাশাপাশি পায়ের অবস্থাও খারাপ হয়ে যায়।
এই বর্ষায় জুতা টিকতেও চায় না বেশিদিন। তাই বর্ষায় বেছে নিতে হয় ফ্যাশনেবল ও টেকসই ওয়াটারপ্রুভ কিছু জুতা। এক্ষেত্রে কোন ধরনের জুতা আপনাকে আরাম দেবে চলুন জেনে নেওয়া যাক-
রাবার বা প্লাস্টিকের স্যান্ডেল: নরম রাবার বা প্লাস্টিকের তৈরি স্যান্ডেল বেছে নিতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমে এ জাতীয় স্যান্ডেল পেয়ে যাবেন সহজেই। এসব স্যান্ডেলের মধ্যে আছে নকশার ভিন্নতা ও রঙের বৈচিত্র্য। বর্ষায় গাঢ় রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে উজ্জ্বল রঙের স্যান্ডেল পরলে বেশ মানায়।
রেইনি বুট: রেইনি বুটও পরতে পারেন। এমন ঘরানার জুতাতে পা অনেকটাই ঢাকা থাকে। এর ফলে কাদা-পানি থেকে রক্ষা পায় পা। স্কার্ট বা মিনি ড্রেসের সঙ্গে এই ধরনের জুতা খুব ভালো মানায়। নন লেদার ম্যাটেরিয়ালে তৈরি এই জুতাও ভেজে না বৃষ্টিতে, আর বেশ স্টাইলিস দেখতে।
পা ঢাকা জুতা: প্রতিদিন যারা ঘর থেকে বের হন, সেসব নারীদের জন্য বর্ষায় সিয়েরা স্টেলা সিলভার উইমেন শু খুবই উপকারী। এ ধরনের জুতাতে পা পুরোটাই ঢাকা থাকে। এই জুতার বিশেষত্ব এর হালকা ওজন। ক্যাজুয়াল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে বেশ মানায় এই জুতা।
ফ্যান্সি রেইন স্লিপ অনস জুতা: গ্ল্যামারাস লেডিজ ফ্যান্সি রেইন স্লিপ অনস জুতাগুলো বর্ষায় পরতে পারেন। বেশ স্টাইলিস ও ক্যাজুয়াল ঘরানার এই জুতা পায়ের পেছন দিক খোলা ও সামনের দিকের পায়ের পাতা ঢাকা থাকে এই জুতায়। সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এই জুতাগুলো।
অ্যাঙ্কল লেংথ বুট: বাজারে মিলবে পিভিসি প্লাস্টিকের তৈরি অ্যাঙ্কল লেংথ বুটও। পাওয়া যাবে নানা ডিজাইন আর রঙে। নতুন ট্রেন্ড হিসেবে যুক্ত হচ্ছে কার্টুন থেকে শুরু করে নানা ইমোটিকন প্রিন্টেড প্যাটার্ন। হালকা হিল থাকায় এসব জুতায় কাদা ছিটার ভয় নেই।
কাফ লেংথ রেইন বুট: ভারি বর্ষণে ঘর থেকে বের হওয়ার সময় একমাত্র ভরসা হতে পারে কাফ লেংথ রেইন বুট। শক্তপোক্ত আর রাবারের তৈরি জুতা যেমন আরামদায়ক, তেমনই বৃষ্টির দিনে পরে হাঁটতে পারবেন খুব সহজেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com