মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

গরমে দাপটে শিশুরা ঝুঁকছে আইসক্রিমে

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪

গত কয়েকদিন ধরে গাইবান্ধা জেলায় অব্যাহত রয়েছে প্রখর রোদ আর ভ্যাপসা গরম। তীব্র এই গরমে অতিষ্ঠ জনজীবন। এরই সুযোগে গ্রামাঞ্চলে ভ্রাম্যমানভাবে বিক্রি হচ্ছে আইসক্রিম। আর দাবদাহে সাময়িক তৃষ্ণা মেটাতে শিশুরা আইসক্রিম খেয়ে প্রাণজুড়ানোর চেষ্টা করছে। শনিবার দুপুরে গাইবান্ধার নিভৃত গ্রামাঞ্চলে দেখা যায়, গরমের ফাঁদে পরা মানুষের হাঁসফাঁসের চিত্র। এসময় আইসক্রিম বিক্রেতার মাইকের শব্দে ছুটাছুটি করছিল একদল শিশু। এরা বাবা-মায়ের কাছে টাকা-পয়সা নিয়ে কিনে খাচ্ছিলো আইসক্রিম। জানা যায়, জেলায় চারদিন ধরে প্রখর রোদের ঝলকানি রয়েছে। আর এই রোদে পুড়ছে কৃষকের মাঠসহ বাসা বাড়ি ও পথঘাট। দেখা নেই বৃষ্টির। যার ফলে বেড়েছে দাবদাহ। অসহনী গরমে মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে। সেইসাথে শিশুদের নিয়ে পড়েছে বিপাকে। মাঝে মাঝে বিদ্যুতের লোডশেডিংয়ে হাপিয়ে উঠছেন তারা। ফলে মানুষদের বেড়েছে রোগবালাই। অনেকের ডায়রিয়া, স্বর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথা ও নানা রোগের আক্রান্ত হচ্ছেন। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এক পশলা বৃষ্টির প্রার্থনা করছে। তবে গরমের সুযোগে ব্যবসা বেড়েছে কনফেকশনারী দোকানিদের। এসব দোকানে ফ্রিজে রাখা পানীয়, আইসক্রিম, দই, শরবত ও ইত্যাদি জাতিয় ঠান্ডা খাবার কিনতে ভিড় করছে গরমের কবলে পড়া মানুষেরা। ইসরাফিল হোসেন তৌফিক নামের এক শিশু বলে- এতো গরম ভালো লাগে না। পড়তেও মন বসে না। কেন জানি সবকিছু এলোমেলো লাগছে। তাই আম্মুর কাছে ১০ টাকা নিয়ে একটা আইসক্রিম খেলাম। এখন একটু ভালো লাগছে। বুজরুক রসুলপুর গ্রামে আসা ভ্রাম্যমান আইসক্রিম বিক্রেতা খবির উদ্দিন বলেন, গরম পড়লেই ভ্যানে বাক্স ভর্তি আইসক্রিম নিয়ে গ্রাম-গ্রামে বিক্রি করি। যা শিশুসহ সব বয়সের মানুষের তৃষ্ণাপূরণের উপযোগি। সম্প্রতি তাপপ্রবাহে শিশুরা আইসক্রিম খাচ্ছে বেশী। ময়নুল ইসলাম নামের এক কনফেকশনারী দোকানি বলেন, দাবদাহের কারণে ব্যবসা বেড়েছে দোকানে। ফ্রিজে রাখা পানীয়, আইসক্রিম, দই, শরবত ও ইত্যাদি জাতিয় ঠান্ডা খাবার কিনতে ভিড় করছে গরমের কবলে পড়া মানুষেরা। গাইবান্ধা জেলা সিভিল সার্জন আব্দুল্যাহেল মাফি জানান, গরমে পানি স্বল্পতাসহ হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তীব্র তাপদাহে শিশু, বৃদ্ধ খুব জরুরী কাজ ছাড়া বাহির বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com