পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আমন মৌসুমে জলাবদ্ধতায়, চাষাবাদ ব্যহত, সুইজগেটের, কপাট বন্ধ থাকায়, খালে কচুরিপানা, পানি চলাচলে সমস্যা, তাই জলাবদ্ধতার জন্য, কৃষকদের জমিতে পানি থাকায়, চাষাবাদ বন্ধ, আমন বীজ তলা তলিয়ে থাকায়, বীজ পচে গেছে, একদিকে, বিজে পচন, পানি বৃদ্ধি, জলাবদ্ধতা, আগামী আমন মৌসুমে ফসল হানির আংশকা করছেন একাধিক কৃষক, কিষানী, জলাবদ্ধতায় ভোগান্তিতে রয়েছেন কৃষক আব্দুর রাজজাক, দেলোয়ার, জব্বার, লুতফা, ইয়াসমিন সহ অনেকে। জলাবদ্ধতা নিরসনে, কালবার্ড, বক্স কালবার্ড, কচুরি পানা পরিস্কার, সুইস গেটের কপাট খুলে দেওয়া সহ ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জরুরী উদ্দোগ নিলেই, এর নিরাসন হতে পারে বলে জানান একাধিক কৃষক।