প্রায় দুই সপ্তাহ ধরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ উত্তপ্ত। দুইশতেরও বেশি মানুষের প্রাণহানির পর তাদের স্মরণে ও হত্যার বিচারের দাবিতে একাত্বতা প্রকাশ করে গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ নিজেদের প্রোফাইল পিকচার লাল রঙে রাঙিয়েছেন।
এই পদক্ষেপে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ‘গুরু’ হিসেবে পরিচিত নাজমুল আবেদীন ফাহিম। তিনি লাল রঙের প্রোফাইল ছবি দিয়েছেন এবং পাশাপাশি একাধিক পোষ্টও করেছেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লাল রংয়ের ছবি দিয়ে রাঙিয়েছেন।
অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীও তার প্রফাইলে লাল ছবি দিয়ে নিজের সংহতি প্রকাশ করেছেন। এর আগে ছাত্রদের পক্ষ দিয়ে শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহানও ফেসবুকে পোষ্ট দিয়েছেন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। তবে এই শোক পালন প্রত্যাখ্যান করে মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন জানিয়েছেন, শান্ত-লিটন-সৌম্য।