বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

বড় ব্যবধানে হারলেন সাকিব-শরীফুলরা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪

সাকিব আল হাসান ও শরীফুল ইসলামের দুজনেই বল হাতে ছন্দে ছিলেন। তাঁদের দল বাংলা টাইগার্স মিসিসাগাও জিতেছিল টানা ৩ ম্যাচে। তবে কাল ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স। ব্রাম্পটনে কাল আগে ব্যাটিং করে বাংলা টাইগার্স মাত্র ৭৯ রানে গুটিয়ে যায়, যা ৮ উইকেট আর ৫২ বল বাকি থাকতেই টপকে যায় ব্রাম্পটন। ব্যাট হাতে এদিন যথারীতি ব্যর্থ সাকিব। তিন নম্বরে নেমে ফিরেছেন ৬ বলে ৪ রান করে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাটিং করেছেন সাকিব। তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ২৪, গত ৩০ জুলাই টরন্টোর বিপক্ষে করেছিলেন। বাকি ৪ ইনিংসের একটিতেও ৫ রানও করতে পারেননি। কাল বাংলা টাইগার্সের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে শরীফুলের ব্যাট থেকে। ৪ বলে শরীফুল করেছেন ১২ রান। আগের ৪ ম্যাচে ৬ উইকেট নেওয়া সাকিব কাল বোলিংয়েই আসেননি। শরীফুল ৩ ওভারে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ডেভিড ওয়ার্নার অপরাজিত ছিলেন ৩৩ বলে ৪৪ রান নিয়ে। শরীফুল কাল উইকেট না পেলেও টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করছেন। প্রথম দুই ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করে দিয়েছিলেন ২৮ রান।
নিজের তৃতীয় ম্যাচে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে কিছুটা খরুচে ছিলেন। ৪ ওভারে দিয়েছিলেন ৩১ রান; যদিও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্পেলটাকে ভালোই বলতে হয়। এরপর সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে বাংলা টাইগার্স।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com