শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

অলিম্পিক্সে সাঁতারে বিশ্বরেকর্ড আমেরিকার মেয়েদের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

প্যারিস অলিম্পিক্সে সাঁতারে সব দেশকে টেক্কা দিয়েছে আমেরিকা। আটটি সোনা জিতেছে তারা। সেই সাথে ১০০ঢ৪ মিটার মেডলি রিলেতে বিশ্বরেকর্ড করেছে মহিলাদের দল। নিজেদের রেকর্ডই ভেঙেছে তারা। সাঁতারে অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়েছে আমেরিকা। আমেরিকার হয়ে ১০০ঢ৪ মিটার মেডলি রিলেতে নামেন রেগান স্মিথ, লিলি কিং, গ্রেচেন ওয়ালস ও টরি হাসকি। তাঁরা ৩ মিনিট ৪৯.৬৩ সেকেন্ডে শেষ করেন সাঁতার। বিশ্বরেকর্ড করেন তারা। দ্বিতীয় স্থানে শেষ করে রুপা জেতে অস্ট্রেলিয়া। চিন জেতে ব্রোঞ্জ।
প্রথম ৫০ মিটারে টান টান লড়াই হলেও তার পরেই এগিয়ে যেতে শুরু করে আমেরিকা। যত প্রতিযোগিতা গড়ায় তত লিড বাড়ায় তারা। শেষ পর্যন্ত অনেকটা আগে শেষ করে আমেরিকা। ২০১৯ সালে আমেরিকার যে দল ১০০ঢ৪ মিটার মেডলি রিলেতে বিশ্বরেকর্ড করেছিলেন তাতে ছিলেন স্মিথ ও কিং। তারা এই দলেও রয়েছেন।

পুরুষদের ১৫০০ মিটার সাঁতারে বিশ্বরেকর্ড করেছেন আমেরিকার ববি ফিঙ্কে। তিনি ১৪.৩৪.৫৫ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন। ২০১২ লন্ডন অলিম্পিক্সে চিনের সুন ইয়াংয়ের রেকর্ড ভেঙেছেন তিনি। সাঁতারে সব মিলিয়ে আটটি সোনা জিতেছে আমেরিকা। অস্ট্রেলিয়া জিতেছে সাতটি। প্যারিসে সাঁতারে দাপট দেখিয়েছে আমেরিকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com