মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

কাপাসিয়া থানার ওসির বিচার ও অপসারণের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

গাজীপুরের কাপাসিয়ায় সাম্প্রতিক সময়ে জামাত বিএনপি তকমা দিয়ে ওসির গণগ্রেপ্তার এবং নির্যাতনের বিচার ও অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেছে। কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রেসক্লাব মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয় ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া থানার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে কাপাসিয়া থানার ওসির অপসারণ দাবি করে আল্টিমেটাম দেয়। সমাবেশে বক্তারা বলেন, গত প্রায় দশ মাস আগে মোঃ আবুবকর মিয়া কাপাসিয়া থানায় যোগদান করে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কয়েকশত বিএনপি ও জামাত নেতাকমীর্কে গ্রেপ্তার করে গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছে। এমনকি শত শত নিরীহ মানুষকে জামাত বিএনপির সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গণহারে গ্রেপ্তার করে জেল খাটিয়েছে। এমনকি বেপরোয়া গ্রেপ্তার বাণিজ্যের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে বক্তারা অভিযোগ করেন। তার উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার বাণিজ্য থেকে কাপাসিয়ার সাংবাদিকরাও রেহায় পায় নি। গত নির্বাচনের আগে একটি গায়েবি মামলায় কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সামসুল হুদা লিটনকে প্রায় মাস খানেক জেল খাটিয়েছেন। তাকে গ্রেপ্তারের পর বিনা কারণে বিভিন্ন অকথ্য গালিগালাজ করে মানসিক নির্যাতন করেছে। তাছাড়া একাধিক সিনিয়র সাংবাকিকে বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ ও ফেসবুক মন্তব্য প্রকাশের কারণে থানায় ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ করে শাসিয়েছেন। এসব বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে তার অপসারণ দাবি করেন বক্তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, এফএম কামাল হোসেন, অধ্যাপক সামসুল হুদা লিটন, নূরুল আমীন শিকদার, সফিকুল আলম সবুজ, জাহাঙ্গীর আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com