মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

বার্সেলোনার ‘দুঃখের দিন’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

আগের দিনই ভ্যালেন্সিয়ার মাঠে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। আর মায়োর্কার মাঠে তো হেরেই গেল জিরোনা। তাতে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমানোর সঙ্গে জিরোনাকে টপকে দ্বিতীয় স্থানে ওঠার দারুণ সুযোগ ছিল বার্সেলোনার। সেখানে অ্যাথলেতিক বিলবাওর সঙ্গে জিততে না পারার কষ্টের সঙ্গে যোগ হয়েছে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যের চোট। দিনটা তাই দুঃখের বলেই জানালেন কোচ জাভি হার্নান্দেজ।
রোববার রাতে লা লিগার ম্যাচে অ্যাথলতিক বিলবাওর সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ফলে রিয়ালের সঙ্গে আগের মতোই ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রইল কাতালানরা। এদিন ম্যাচের প্রথমার্ধেই দলের দুই সেরা তারকা ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও পেদ্রি চোটে পড়ে মাঠ ছাড়েন। আর এই চোট বেশ গুরুতর বলেই মনে হচ্ছে প্রাথমিকভাবে।
এদিন ম্যাচের ২৪তম মিনিটে বল দখলের লড়াইয়ে বাজেভাবে পড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ডি ইয়ং। আর বিরতির ঠিক আগে চোট পেয়ে মাঠ ছাড়েন পেদ্রি। আজ মঙ্গলবার পরিক্কা করানো হবে এ দুই মিডফিল্ডারের। এরপরই জানা যাবে চোটের অবস্থা।
ম্যাচ শেষে তাই আক্ষেপই ঝরল কোচ জাভির কণ্ঠে, “দিনটা দুঃখের। আজ ও আগামীকালের মধ্যে আমরা তাদের চোট সম্পর্কে আরও জানতে পারব। তবে এই মুহূর্তে তাদের অবস্থা ভালো মনে হচ্ছে না। আমাদের পারফরম্যান্সে এর প্রভাব পড়েছে এবং আমার ধারণা, দুজনই কয়েক ম্যাচ বাইরে থাকবে।”
চলতি মৌসুমে এ নিয়ে মোট ১৫ জন খেলোয়াড়ের ২২ বার চোটের ধাক্কা মেনে নিতে হচ্ছে জাভিকে। এরমধ্যে তিনবার পেশীর চোটে পড়লেন পেদ্রি। চোটের কারণে এই মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচ মিস করেছেন এই তরুণ মিডফিল্ডার। আর ডি ইয়ং এই মৌসুমে ডান গোড়ালির চোটে পড়লেন দ্বিতীয়বারের মতো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com